Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ২৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

৬ জুন ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী ৯ জুন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ্যাসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট থেকে উক্ত মনোনয়নপত্র গুলো সংগ্রহ করেন প্রার্থীরা। সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান ও সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি জাহিদ হোসাইন, সিনিঃ সহ সভাপতি পদে বাংলাভিশন টিভির মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি পদে দি ডেইলি ট্রাইবুনালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু, যুগ্ন সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রমজান আলী, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার শেখ রেজাউল ইসলাম বাবলু, দৈনিক ভোরের পাতা পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক নবচেতনা পত্রিকার শেখ হাসান গফুর, অর্থ সম্পাদক পদে দৈনিক বিকাল বার্তার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক স্বাধীন ভোর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশের কন্ঠ পত্রিকার মোঃ শহিদুল ইসলাম শহিদ, আইন সম্পাদক পদে মনোনয়ন কেউ সংগ্রহ করেনি, ধর্ম সম্পাদক পদে দৈনিক আজাদ বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, শেখ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে দৈনিক গণ জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল আজম খান মামুন, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন সরদার, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার মোতাহার নেওয়াজ মিনাল, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, কার্যকরী সদস্য পদে দৈনিক পত্রদূত পত্রিকার মোঃ আব্দুল আলিম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক কাফেলার মোঃ আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ নিউজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, দৈনিক কাফেলার সুকুমার দাশ বাচ্চু, দৈনিক আজকের জনবানী পত্রিকার মোঃ আসাদুজ্জামান লিটন, দৈনিক আজকের জনবানী পত্রিকার খুলনা ব্যুরো চিফ মোঃ আতিয়ার রহমান। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোজাম্মেল হোসেন, নির্বাচন কমিশনার এ্যাড এবিএম সেলিম, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক হেদায়েতুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১৭টি পদের বিপরীতে ২৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২২ জুন এ্যাসোসিয়েশনের কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *