নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের অভিষেক ও আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার সকালে তারা দায়িত্ব গ্রহণ করেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গত ৮ মে এ উপজেলায় ভোট গ্রহণ হয়। ৩০ মে খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।
কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি।
বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি সদস্য সাইলুজ্জামান সাইলু, ইউপি সদস্যা মাহফুজা খানম, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন বলেন, আমি জনগণের ভালোবাসায় আজ এখানে এসেছি, সেই জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। হিংসা, বিদ্বেষ নয় কালিগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। দলমত নির্বিশেষে উপজেলার উন্নয়নের স্বার্থে একসাথে থাকতে চাই। কাজ করতে গেলে ছোটো খাটো ভূল হতে পারে, সেটা আপন মনে করে আমাকে ভূল ধরিয়ে দিবেন। আমি উপজেলা চেয়ারম্যান সাহেব হতে চাইনা, আমি কারো স্যার না, জনগণের সুমন হয়ে থাকতে চাই।
এর আগে প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন তার প্রয়াত পিতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহিদুজ্জামানের মাজার জিয়ারত করেণ সহকর্মীদের নিয়ে।