প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সাতটি সংগঠনের যৌথ সভায় ঘোষিত আগামী ১৫ মে বুধবার মানববন্ধন ও ১৬ মে বৃহস্পতিবার ধর্মঘটের কর্মসূচী স্থগিত করা হয়েছে।
আজ সন্ধ্যায় আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চারটি শ্রমিক সংগঠন ও দুইটি ট্রান্সপোর্ট মালিক সমিতির যৌথ সভায় ঘোষিত কর্মসূচী স্থগিত করা হয়।
আজ ১৩ মে সকাল ১১.০০ ঘটিকায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা- ০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য লাইলা পারভীন সেজুতি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের আশ্বাসে ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সমঝোতা বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন এর সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী ও কার্যনির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মাকসুদ খান ও সহ সভাপতি মোঃ মিজানুর রহমান নিজ নিজ সংগঠনের প্রতিনিধিত্ব করেন।
পরবর্তীতে আজ সন্ধ্যায় আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশন এর নিজস্ব কার্যালয়ে সাতটি সংগঠনের সমন্বয়ে জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমঝোতা বৈঠকের বিষয়বস্তু অবহিত করা হলে মানববন্ধন ও ধর্মঘটের ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়। আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশন এর সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম ও মোঃ আক্তার হোসেন পানি ডাঃ, সিনিয়র সহ সভাপতি মোঃ আসাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সভাপতি মোঃ রিয়াজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বানিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, দপ্তর বিষয়ক সম্পাদক জিএম খোরশেদ আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ আনারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, কাস্টমস্ বিষয়ক সম্পদক মোঃ জাকির হোসেন মন্টু, ভোমরা স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১১৫৯ এর সভাপতি মোঃ আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১১৫৫ এর সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশিদ, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১৭২২ এর সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১৯৬৪ এর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ-৮৬/সাত এর সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও কার্যনির্বাহী সদস্য অমিত কুমার ঘোষ। ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ-৮৭/সাত এর সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী সহ বিভিন্ন সাংগঠনের নেতৃবৃন্দ।