নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র্যালি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৮টার দিকে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটচত্ত্বরের সামনে গিয়ে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
এসময় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, তালার সাধারণ সম্পাদক মিলন হোসেন, ভোমরা পোট শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন,সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অ্যাড, সৈয়দ ইফতেখার আলী বলেন, পহেলা মে বিশে^র শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।
সভাপতি বক্তব্যে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ বলেন, আমরা শ্রমিকদের অধীকার আদায়ে চেষ্টা চাীলয়ে যাচ্ছি। সর্বক্ষেত্রে শ্রমিকদের ওপর শোষণ-নিপীড়ন চালানো হচ্ছে। শোষণ-নিপীড়নের অবসান ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।