Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জে মাটি মিশ্রণকৃত গবাদিপশু খাদ্য বস্তা জাত করে বাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত গবাদিপশুর খাদ্য পালিশ কুড়া, ভূট্রা গুড়াতে মাটি ও বালু মিশ্রণ দিয়ে পশুখাদ্যে ভেজাল দিয়ে আসছেন মেসার্স রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিল এর স্বত্বাধিকারী ও নলতা বেঁজরআটি গ্রামের আরশাদ এর ছেলে রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। ইতিপূর্বে রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিলে গবাদিপশু খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে ব্যবসায়ী রফিকুল ইসলামকে তৎকালীন সময় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেল জরিমানা করেন। গবাদিপশু খাদ্যে ভেজাল মিশ্রনের দায়ে জেল, জরিমানা করা স্বত্তেও পশু খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকেননি অসাধু ব্যবসায়ী রফিকুল ইসলাম। প্রতিনিয়ত রফিকুল ভেজাল মিশ্রিত বস্তা বন্দী খাদ্য সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করছেন। এসব ভেজাল খাদ্য পালিশ কুড়া, ভূট্রা গুড়া খেয়ে গৃহপালিত পশু যেমনঃ গরু, ছাগল, হাঁস মুরগী অসুস্থতার কবলে পড়ে মারা যাচ্ছে। সেকারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামার ব্যবসায়ী থেকে শুরু করে ছোট পরিসরে গরু, ছাগল, হাঁস মুরগী পালিত ভুক্তভোগীরা।

সরেজমিনে ১ মে বুধবার সকালে যেয়ে দেখা যায়, কালিগঞ্জ নলতা বেঁজুরআটি লেদমোড়ে অবস্থিত রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিলের সামনে শুকনো মাটি মজুতকরণ আছে। এ সময় মিলের ভিতর প্রবেশের পর পশুখাদ্য পালিশ কুড়ার মধ্যে মাটি মিশ্রণ চোখে পড়ে।

কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে মুঠোফোনে আলাপকালে বলেন, পশুখাদ্যে ভেজালকারীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী মুঠোফোনে বলেন, গবাদিপশু খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *