অনলাইন ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা সহকর্মী বনরক্ষী সাজ্জাদুজ্জামান সজলের ঘাতকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে।
গত শনিবার বেলা ১১টায় উপজেলার বুড়িগোয়ালীনিস্থ সাতক্ষীরা রেঞ্জ কার্যলয়সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কদমতলা স্টেশন কর্মকর্তা ফরেস্টার এবিএম হাবিবুল ইসলামের সভাপতিত্ব মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মান্দারবাড়িয়া অভয়ারণ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম রাশিদুল হাসান, কাঠেশ্বর টহলফাঁড়ির ওসি মোঃ মিজানুর রহমান, চুনকুড়ি টহলফাঁড়ির সজল মজুমদার, কাছিকাটার পিন্টু বারুই, সহকারী স্টেশন কর্মকর্তা দিদারুল আলম প্রমুখ।
বক্তরা দ্রুত সময়ের মধ্যে ঘাতক ডাম্পার ট্রাক চালকের গ্রেপ্তারসহ দ্রুত বিচারের দাবি জানান। একইসাথে স্বল্প জনবল নিয়ে সুন্দরবনসহ অন্যান্য বনাঞ্চল প্রহরায় নিয়োজিত বনরক্ষীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম এলাকায় পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে অভিযানে যেয়ে ডাম্পারের চাপায় নিহত হন সেখানকার বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল। সে ঘটনায় মামলা দায়ের হলেও অদ্যবধি আসামী গ্রেপ্তার না হওয়াসহ বিচার নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।