অনলাইন ডেস্ক: ধানক্ষেতের পানি খেলার মাঠে দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর সখিপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সখিপুর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নিজ জমিতে দীর্ঘদিন ধরে মৎস্যঘের ও ধানচাষ করে আসছিলেন সখিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন। চলতি মৌসুমে তার ক্ষেতের ধান কারেন্ট পোকায় আক্রান্ত হওয়ায় শনিবার সকালে আবুল হোসেন ও তার ছেলে আজহারুল ইসলাম এবং কর্মচারি সখিপুরের আরশাদের ছেলে রাজু বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ধানক্ষেতের পানি সেচ দিয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ফেলছিলেন। একপর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে পৌঁছে ধানক্ষেতের পানি ফুটবল মাঠে ফেলতে নিষেধ করেন। এনিয়ে বাকবিতন্ডতার একপর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আহত হন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন সেখানে পৌঁছে সখিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন ও আব্দুল গফুর এবং ঘেরের কর্মচারী রাজুকে পিটিয়ে আহত করেন।
এদিকে মারপিটের খবর শুনে কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন আ.লীগ সভাপতি সরদার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করে ইউপি চেয়ারম্যানের বিক্ষুব্ধ সমর্থকরা। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনসহ তাদের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।