oplus_0
Spread the love

নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক এ্সোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ রমজান বুধবার বিকালে ভোমরাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্সোসিয়েশনর সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

এ সময় উপস্থিত ছিলেন, ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান, সহ-সভাপতি আবুল হোসেন, সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের কার্যকরী সদস্য কাজী ইজারুল হক, আক্তার হোসেন (পানি ডাক্তার) প্রমুখ। এসময় ভোমরা স্থলবন্দরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *