নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটা থানার শাকদহা গ্রামের আব্দুর কুদ্দসকে তার পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর কুদ্দুস বলেন, তার আপন ভাই মালয়েশিয়া প্রবাসী। গতবছর সে বাড়ীতে আসে, বাবার সম্পত্তি বিক্রয় করে তাকে বিদেশে পাঠাই। গত প্রায় ৮ বছর আগে আমার ভাই শওকত আলী মোড়ল বাড়িতে এসে গোপনে বিয়ে করে পুণরায় বিদেশে যায়। সেই থেকে আর কোন টাকাপয়সা বাড়িতে পাটায়নি। এখন সে বাড়িতে এসে আমাকে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। আমার বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসায়। এরপরে সে সাতক্ষীরা ডিবি অফিসে আমার বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু আমার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমান করতে না পেরে আমার ও আমার স্ত্রী রেবেকা খাতুনকে হত্যার হুমকী দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার স্ত্রী গত ২২ জানুয়ারী আদালতে বিবাদী শওকত মোড়ল, পিতা মৃত মোস্তফা মোড়ল, শিলা পারভীন স্বামী শওকত মোড়ল ও মোঃ মজিদ মোড়ল পিতা মৃত ওয়াজউদ্দীনকে বিবাদী করে ০৭ ধারায় মামলা দায়ের করেন। এদিকে আমার ভাই পুনরায় পাটকেলঘাটা সার্কেল অফিসে অভিযোগ করেছে এবং আমার ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাইতেছে। এব্যাপারে আমি বাদী হয়ে পাটকেলঘাটা থানায় এক অভিযোগ দায়ের করি। আমার ভাই শওকত ও তার বাহিনির হাতথেকে জানমাল রক্ষায় আপনাদের মাধ্যমে সুশীর সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।