নিজস্ব প্রতিনিধি: চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১ম পর্যায়ের আওতায় সাতক্ষীরা শহরের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে ফলক উন্মোচন করে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ভূূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা সদর-২ আসনে সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কারিগরী সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হাসান, অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব ফজলুর রহমান।