Spread the love

নিজস্ব প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, পুঁথিগত বিদ্যা নয়, কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে হবে। দেশের যুব সম্প্রদায়কে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে। এজন্য কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের হাতে জীবন গড়ে তুলতে হবে। আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে।বঙ্গবন্ধু আজন্মকাল মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আপনারা দেশের সেবায় এগিয়ে আসুন।

সাতক্ষীরার বিনেরপোতাস্থ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মো. তৌহিদুল আলম শেখ ও মো. আনারুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগ নেতা কাজী মেহেরুন নেছা, বাসসের জেলা প্রতিনিধি মো. দিদারুল ইসলাম প্রমুখ।

এর আগে সাতক্ষীরা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে এমপি সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *