Spread the love

নিজস্ব প্রতিনিধি: বিএসটিসি অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাতক্ষীরার আগড়দাঁড়ী ইউনিয়নের কাশেমপুরের দুটি সুপেয় পানি প্রস্তুতকারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরত জাহান অনন্যা।

জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো সাতক্ষীরা সদরের কাশেমপুরের কাজী সালাহউদ্দিন এর মালিকানাধীন আহিল ড্রিংকিং ওয়াটার ও একই এলাকার আবু হাসান বাবলুর মালিকানাধীন সুরমা ড্রিংকিং ওয়াটার।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরতজাহান অনন্যা বলেন, দুটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার জরিমানার টাকা আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *