নিজস্ব প্রতিনিধি: ডাকাতির প্রস্ততিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
শুক্রবার রাতে পাটকেলঘাটা থানাধীন লালচন্দ্রপুর এলাকা থেকে তাদরেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার মাসকাটা এলাকার মেহের আলীর ছেলে জালিনুর শেখ (৩৫) রামপাল থানার বাইনতলা এলাকার সরদার মিজানের ছেলে মেহেদি হাসান রানা(২৪) ও খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার মুরাদ আলী শেখের ছেলে বিল্লাল হোসেন শেখ (৪৬)।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, রাতে ডাকাতির করার জন্য ৬/৭জন লোক দুপুরে লালচন্দ্রপুর গ্রামের পেয়ারাতলা এলাকায় অবস্তায় নেয়। ওই সময় গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং দেশিয় অস্ত্রসহ ডাকাতির সরজ্ঞাম জব্দ করা হয়।
তিনি আরো বলেন, শনিবার দুপুরে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।