কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, নাছরিন সুলতানা, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শিক্ষার্থী অথৈ পাল রিংকু, সোহেল তানভীর, জেরিন তাবাচ্ছুম মেধা, রিফাজ হোসেন, নাদিমুল ইসলাম, প্রান্ত কর্মকার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক।