নিজস্ব প্রতিনিধি: আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিদ্যুতের কাজে নিয়োজিত শ্রমিক রাসেল হোসেন (৩৫) নিহত হয়েছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন আলম সাধুর চালক রনি মোড়ল। আহত রনি মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা ও আহত রনি মোড়ল যশোর পৌরশহরের বাসিন্দা। রাসেল বিদ্যুতের খুটি বসানোর কাজে নিয়োজিত ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করতেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বলেন, আলমসাধুতে বিদ্যুৎ অফিসের সরঞ্জামাদি নিয়ে কালিগঞ্জ থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন রাসেল । পথিমধ্যে আলমসাধুু তালতলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গুরুতর আহত হন রাসেল ও আলম সাধুর চালক রনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। রাসেলের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।