Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুকে ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ রবিবার বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের অবশ্যই পড়া লেখা করতে হবে, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প কিছু নেই। আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। জনগনের আমানত আমি রক্ষা করবো। এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। নির্বাচনে যে সকল ওয়াদা করেছি পর্যায়ক্রমে সকল ওয়াদা পুরন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ৪ নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনিসুর রহমান, বিজিবি’র সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) মো. সিরাজুল হক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.শরিফুজ্জামান বিপুল, সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো. নুরুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দীকুর রহমান। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর।

এসময় উপস্থিত ছিলেন, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছাদেক, ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার হোসেন ঢালী,সাধারণ সম্পাদক আব্দুস সবুর, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ তৌফিক বিলাল, মহাদেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফুরা খাতুন, বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সদস্যসহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *