শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং বাজারে অগ্নিকান্ডে কামাল ফার্মেসী সম্পূর্ণ ভস্মিভূত হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর জামান সাইদ।
গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন এবং সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা সদস্যা রেহানা ফারুক,ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী গ্রামের মৃত আহাম্মাদ আলী গাজী ছেলে প্রোপাইটার মোঃ রুহুল আমিনের ঔষধের দোকানের সমস্ত মালামাল এবং ক্যাশ বাক্সে রক্ষিত অর্থ সহ মোট ৬লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়।