নিজস্ব প্রতিনিধি: দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের চৌধুরী পাড়া এলাকায় পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগনেতা ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন,১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল তুহিন, সহ-সভাপতি আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক আহমাদুল কবির বাবু, প্রচার সম্পাদক মজিবর রহমান, জুলফিকার আলি ভূট্টো, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক শফিউদ্দিন ময়না,পৌর কৃষকলীগের সভাপতি রাশেদ হাসান বাবু, কাজী মিঠু, আওয়ামীলীগেনতা কামরুজ্জামান বকুল।
এসময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।