এসভি ডেস্ক: উপকূলীয় এলাকায় জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সুন্দরবন সংলগ্ন ব-দ্বীপ ইউনিয়ন গাবুরার সাধারণ মানুষেরা।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ১০টার দিকে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে চকবারা এলাকায় এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুর রহমান, লিডার্সের এডভোকেসি অফিসার তমালিকা মলি¬ক, টেকনিক্যাল অফিসার নিতিকেশ মন্ডল, প্রোজেক্ট অফিসার সুলতা সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চল জলবাযু পরিবর্তনের অন্যতম হটস্পট। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততার হার ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে নোনা পানি অথচ খাবার জন্য সুপেয় পানি কোথাও নেই। তাই উপকূলের কোটি মানুষের জন্য সুপেয় পানির দাবিতে এই মানববন্ধন করেছ গাবুরাবাসী।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন উপকূলীয মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয় এবং উপকূলীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় মানববন্ধন থেকে তার দাবি জানান বক্তারা।