জাহাঙ্গীর সরদার: টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা বাংলাদেশ আ’লীগ সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা ২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে সদরের জেলা পরিষদ মোড়, বকচরা মোড়সহ বিভিন্ন এলাকার পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণককালে আবু আহমেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকার। এর পর ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে তারা। টানা তিন মেয়াদের এ্ই সরকারের প্রথম মেয়াদেই দৃশ্যমান হয় ডিজিটাল বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সরকার দেশকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ করে তুলছে। আওয়ামী লীগ সরকারের হাত ধরেই বাংলাদেশ প্রবেশ করেছে পারমাণবিক বিশ্বে, স্থান করে নিয়েছে মহাকাশে। টানা তিন মেয়াদের সরকারের সময় এই ১২ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশেষ করে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। হাতে নেওয়া হয়েছে বিভিন্ন মেগা প্রকল্প। শুধু প্রকল্প গ্রহণই নয়, প্রকল্প বাস্তবায়নে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন এবং তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের এই সময়ে বাংলাদেশ মহাকাশে উৎক্ষেপন করেছে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাই-১। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে স্যাটেলাইট বিশ্বে। শেখ হাসিনার সরকার নির্মাণ করেছে পদ্মাসেতু, কর্ণফুলি ট্যানেল, চালু করেছে মেট্রোরেল। যেগুলো আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে অগ্রনী ভ’মিকা রাখবে। এই সরকারের আমলে শিক্ষা খাত, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একটি আধুনিক শিক্ষা পদ্ধতি প্রবর্তণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সরকার নিয়েছে বাস্তবমুখী পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার।’
লিফলেট বিতরণকালে সরকারের এই অভ’তপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো আ’লীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমির বসু, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ির সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, যুবলীগ নেতা ফিরোজ হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন জুয়েল প্রমূখ।