জাহাঙ্গীর সরদার: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বৈদ্যুতিক বোর্ডলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু অসাবধান হলেও যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। এমনকি বিদ্যুৎস্পৃষ্টে যেকোন সময় যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন।
সরেজমিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যেয়ে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগের জন্য দেয়ালে যে বোর্ড বসানো হয়েছে তার কোন ঢাকনা নেই। বিশেষ করে গাইনি ওয়ার্ডের অপারেশন থিয়েটারের পাশের দেয়ালে যে বোর্ডটি আছে সেটি খুব ঝুঁকিপূর্ণ। অসাবধানতাবশত কারো হাত যদি ওই বোর্ডে ঢুকে যায় তবে সাথে সাথেই তিনি বিদ্যুৎ স্পুৃষ্ঠে মারা যেতে পারেন।
গাইনি ওয়ার্ডে রোগী দেখতে আসা ফাতেমা খাতুন বলেন, আমি দেয়ালে হেলান দিয়ে দাাঁড়ানোর সাথে সাথে পাশ থেকে একজন আমাকে হেলান দিতে নিষেধ করলেন। আমি ঘুরেই দেখলাম বোর্ডেও ভেতওে বিদ্যুত এর তার। অসাবধানতাবশত বোর্ডের ভেতরে যদি আমার হাত চলে যেত তবে নিশ্চিত আমি বিদ্যুৎস্পৃষ্ঠে মারা যেতাম।
নাম প্রকাশ না করার শর্তে একজন স্বেচ্ছাসেবক বলেন, গাইন ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনের এই বোর্ডের ঢাকনা দীর্ঘদিন যাবত নেই। আমরা অনেক ঝুঁকি নিয়ে এখানে কাজ করি। এছাড়া অনেক রোগীর স্বজনরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এই বোর্ডটির ঢাকনা না লাগালে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
তিনি আরো বলেন, গাইনি ওয়ার্ডে ছাড়াও হাসপাতালের অনেক জায়গার বিদ্যুৎ এর এই বোর্ডের ঢাকনা নেই। এগুলো যাদের দেখার কথা তারা দেখেননা। তারা হাসপাতালে আসেন আর ডিউটির সময় শেষ হলেই চলে যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিতল চৌধুরী বলেন, বিষয়টি আমাকে কেউ জানাননি। খোঁজ নিয়ে দ্রুত বিষয়টির সমাধান করা হবে।