নিজস্ব প্রতিনিধি: সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা সদর ও পৌর কমিটির পক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ওই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলার আহবায়ক এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সদস্য সচিব রনজিত ঘোষ ও পৌর কমিটির আহবায়ক মাহমুদ আলী সুমন, সদস্য সচিব সুমন সাহার নেতৃত্বে আলোচনা সভার মাধ্যমে নবগঠিত সাতক্ষীরা সদর ও পৌর কমিটির কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ সুব্রত ঘোষ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ এবং ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে ২০২১ সালে
বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী পীযুষ বন্দোপাধ্যায়কে আহবায়ক ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সদস্য সচিব করে সামাজিক-সম্প্রীতি বাংলাদেশ’র কমিটি গঠন করে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সম্প্রীতি স্থাপনে এই সংগঠনের সমষ্টি। তারই ধারাবিকতায় ২০২১ সালে সাতক্ষীরা জেলায় আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. সুব্রত ঘোষ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অসাম্প্রদায়িক বাংলাদেশের কোন বিকল্প নেই। আর সেই কাজটিই সারাদেশব্যাপী করে যাচ্ছে সম্প্রীতি বাংলাদেশ। আশাকরি আমরা সকলে মিলে জাতির পিতার সেই স্বপ্ন পূরণের সারথী হবো।
পৌর কমিটির আহবায়ক মাহমুদ আলী সুমন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে আসছি। আমরা চাই আগামীতে আমাদের এই বন্ধন অটুট থাকুক। সম্প্রীতি বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।
এসময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা সদর ও পৌর কমিটির দীনেশ ঘোষ, সমীর বসু, তরিকুল ইসলাম, কামরুল ইসলাম, শাহিনুল ইসলাম, আমজাদ হোসেন লাভলু, শহিদুল ইসলাম, কনক সরকার, মিঠুন ব্যানার্জি, গাজী হাবিব, মিলন কুমার বিশ্বাস, বিপ্লব হোসেন, কর্ণ বিশ্বাস কেডি, ধীমান সরকার, তিলক বিশ্বাস, সুশীল দাস, সুবল বিশ্বাস, স্বপন পান্ডে, সাজিদুল ইসলাম সাজু, রাজু ঘোষ প্রমুখ।