নিজস্ব প্রতিনিধি: আনুষ্ঠানিকতা ছাড়াই গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী সাতক্ষীরার গুড় পুকুেরর মেলা। গত ১৮ আগষ্ট পলাশপোলের গুড় পুকুর এলাকায় মনসা পুজা সম্পন্ন হলেও মেলা বসছে বুধবার থেকে। বাহারি সব পণ্য নিয়ে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ক্রেতাদের পদাচরণায় সরগরম হয়ে উঠতে শুরু করেছে মেলাটি। ক্রেতাদের আকৃষ্ট করতে তাই রকমারি খেলনা সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, কসমেটিক্স, গার্মেন্টস সামগ্রীসহ বিভিন ধরণের সামগ্রী নিয়ে দোকান বসিয়েছেন বিক্রেতারা। গুড় পুকুরর মেলার দেশব্যাপী একটি পরিচিতি রয়েছে বলে জানিয়ে আয়াজক কমিটির প্রধান মানিক সিকদার বলেন, সনাতন ধর্মালম্বীদর মনসা পূজা উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। তিনশ’ বছর ধরে এই মেলা চলছে। মেলায় তিন শতাধিক স্টল রয়েছে। এসমস্ত স্টলগুলিত কসমেটিকস সামগ্রীসহ কাঠ, মাটি, বাঁশ ও বেতের বিভিন্ন নিত্য পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া বিনোদনের জন্য রয়েছে নাগরদালা, ইলেকট্রিক নৌকা ও শিশুদের ট্রেন।