নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কুমিরা গ্রামের মৃত সমরেন্দ্র সরকারের পুত্র মনিন্দ্র নাথ দত্ত সরকার। শুক্রবার সন্ধ্যায় পাটকেৱঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কুমিরা মৌজায় পৈতৃক সূত্রে ও উইল সূত্রে প্রাপ্ত হইয়া জমি জমা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসিতেছি। এদিকে আমার দ্বিতীয় পক্ষ আমার আপন ভ্রাতা ফনিন্দ্রনাথ দত্ত সরকার ও নরেন্দ্রনাথ দত্ত সরকার জমিদখলের চেষ্টা করে। প্রতিকার চেয়ে গত ৬। ৮।২৩ সালে বিজ্ঞ ম্যাজিট্রেড আদালতে মামলা করি। মামলার আদেশে বলা হয় যে জমিতে পাট চাষ করেছে সেই পাট কাটিবে। কিন্ত আমি জমির পাট কাটতে গেলে প্রতি পক্ষরা আমাকে বাধা প্রদান করে। বিষয়টি আদালতকে অবগত করলে আদালত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ২য় পক্ষ নালিশী জমিতে বারিত থাকিবে বলে আদেশ প্রদান করে। আদালতের আদেশ অমান্য করে শুক্রবার সকালে ২য় পক্ষ ২০/৩০ জন ভাড়াটিয়া লোকজন নিয়া আমার জমির ফসল ক্ষয়ক্ষতি করে ও আমাকে হুমকি প্রদান করে। সংবাদ সস্মেলনে তিনি প্রতিকার চেয়ে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন