শ্যামনগর প্রতিনিধি: চিনি ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৫০০ কেজি ভেজাল মধুসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(২৮ মার্চ) রাত পৌনে দুইটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রাম হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল।
আটকরা হলেন, শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের যতীন মন্ডলের ছেলে বিজয় কুমার মন্ডল (৫৭) ও বিমল মন্ডল (৫৫)।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, ‘চিনি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে যতীন্দ্রনগর গ্রামের বিজয় কুমার মন্ডল ও বিমল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিজয় মন্ডলের বাড়ি থেকে ৫০০ লিটার ভেজাল মধু জব্দ করা হয় এবং ভেজাল মধু তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে বিজয় মন্ডল ও বিমল মন্ডলকে আটক করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় বিমল মন্ডলের ছেলে বাবু মন্ডল। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক সাখায়েতুল ইসলাম বাদি হয়ে বিজয় মন্ডল, বিমল মন্ডল ও বাবু মন্ডলের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আটকদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’