নিজস্ব প্রতিনিধি: চিকিৎসাধীন অবস্থায় কারাগারে আটক আসামি ফখরুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ।
নিহত ফকরুল ইসলাম (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার বিহারীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক একটি মামলায় তিনি প্রায় ৪ মাস ধরে সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ফকরুল ইসলাম প্রায় ৪ মাস ধরে কারাগারে আটক ছিলেন। শুক্রবার বিকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে কারা হাসপাতালের ডাক্তারের পরামর্শে তাকে কারারক্ষী ও পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানের ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার ভোরে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
তিনি আরো বলেন, ফখরুল ইসলাম এখনও বিয়ে করেননি। একটি পারিবারিক মামলায় তাকে সংশোধনের জন্য কারাগারে রাখা হয়েছিল। প্রায় ৪ মাস কারাগারে আটক থাকলেও তার পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে তার জামিন করাননি। ফখরুলের পরিবারের সাথে কথা বলে জেনেছি ফখরুল বিপথগামী হওয়ায় ফখরুলের জামিন করাননি তার পরিবার।