নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির স্কুলছাত্র সুরাইমান বিল্লাল(১৫)কে হাত-পা বেঁধে নির্যাতনের মামলায় ঘের মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরার তালা থানা পুলিশ।
শনিবার (২৮জানুয়ারি) রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন তালার আড়ংপাড়া গ্রামের সাদেক গাজীর ছেলে ও ঘেরমালিক জাকির গাজী (৪৫) ও ঘেরের কর্মচারী সোহেল ফকির (২০)।
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা চুরির অপবাদে স্কুল ছাত্রকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এখনো এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আড়ংপাড়া গ্রামে (কুলিন্দার বিলে) জাকির গাজীর ঘের থেকে এক হাজার টাকা চুরির অভিযোগ এনে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও লাউতাড়া গ্রামের মান্নান গাজীর ছেলে সুরাইমান বিল্লালকে চোর সন্দেহে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠে ঘের মালিক জাকির গাজী, ঘেরের কর্মচারী সোহেল ফকির ও জয়দেবের বিরুদ্ধে। ওই ঘটনায় স্কুলছাত্রের দাদা হোসেন গাজী বাদী হয়ে তালা থানায় মামলা করেন।