ডেস্ক রিপোর্ট: ভারত শাসিত কাশ্মিরের রাজৌরি জেলায় ২৪ ঘণ্টায় আলাদা ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজৌরি জেলার তিনটি বাড়িতে গুলি ছুড়লে চারজন নিহত হন। এই ঘটনায় নয়জন আহত হন। সোমবার (২ জানুয়ারি) ওইসব বাড়ির পাশেই আরেক বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়। এতে চারজন আহত হন।
রোববারের ওই হামলায় রাজৌরিতে বিক্ষোভ ও ধর্মঘট চলছে। লোকজন এই নিরাপত্তাহীনতার দায় চাপাচ্ছে স্থানীয় প্রশাসনের ওপর।
ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান মনোজ সিনহা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ভুক্তভোগীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। টুইটে মনোজ সিনহা লিখেছেন, এই নিন্দাজনক হামলার পেছনে যারা আছেন, তারা শাস্তির বাইরে থাকবেন না।