Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কুশখালি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক হাসানুর রহমান মাদুলি (২৫) কুশখালি (মক্তবমোড়) গ্রামের হায়দার আলীর ছেলে।

রোববার (৯ অক্টোবর) ভোরে ইউনিয়নের ডুবলি ছয়ঘরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রোববার ভোর ৬.১৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসানুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অবস্তার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসকরা। এম্বুলেন্স এ করে খুলনায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

কুশকালী ইউপি মেম্বর রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে স্থানীয়রা হাসানুরকে হাসপাতালে নিয়ে যায় বলে জেনেছি । তবে কি কারণে সে গুলিবিদ্ধ হয়েছে বা কারা গুলি করেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আল মাহমুদ বলেন, গুলিতে কুশখালী সীমান্তে এক যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন। তবে আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে গুলিতেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা থানার ওসি স, ম, কাইয়ুম বলেন, বিষয়টি জানার সাতে সাথে পুলিশ হাসপাতালে গেছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে বলতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *