Spread the love

গত ৩ আগস্ট দৈনিক পত্রদূত পত্রিকায় ‘শিবপুরে দুই সন্তানের জননীর সাথে ইউপি মেম্বরের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

ওই সংবাদে আমাকে ইউপি মেম্বর শফিকুর ইসলামকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। পকৃতপক্ষে সমিতির টাকা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমার স্বামীর সাথে গন্ডগোল করে ক্লাস নাইনে পড়া মেয়েকে নিয়ে আমি প্রথমে ননদের বাড়ি ও পরে বাপের বাড়িতে চলে যায়।

এছাড়া আগামীতে শফিকুল মেম্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন সম্প্রতি এমন ঘোষণা দেওয়ায় ওই ঘটনাকে পুঁজি করে স্থানীয় একটি কুচক্রী মহল ইউপি মেম্বর শফিকুল ইসলামের সুনাম নষ্ট করার জন্য এবং আমার সংসার ভাঙার চক্রান্ত হিসেবে আমার স্বামীকে দিয়ে থানায় একটি অভিযোগ করায় এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাংবাদিককে ভূল বুঝিয়ে আমার ও শফিকুল মেম্বরের বিরুদ্ধে এহেন মিথ্যা ও বানেয়াট সংবাদ প্রকাশ করায়। বর্তমানে আমি স্বামীর সংসারে আছি। আমার সাথে আমার স্বামীর গন্ডগোল মিটে গেছে।

অতএব, আমি প্রকাশিত ওই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
লাভলী খাতুন
স্বামী-হাফিজুল ইসলাম
গ্রাম-শিয়ালডাঙ্গা
সাতক্ষীরা সদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *