Spread the love

নিজস্ব প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য পদপ্রার্থী  সমান সংখ্যক ভোট পাওয়ায় আবার ভোট অনুষ্ঠিত হবে।

ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬শে ডিসেম্বর জেলার
শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নে চতুর্থধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাবুরা
ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের ভিতর টিউবওয়েল প্রতিকের ইউপি সদস্য প্রার্থী সৌভিক কুমার গোবিন্দ এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিলিং ফ্যান প্রতিকের শহিদুল্লাহ সমান সংখ্যক (৩০৯) ভোট পান। 

ফলে এই কেন্দ্রে ইউপি সদস্যপদে কাউকে বিজয়ী করা হয়নি। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।
প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী গোবিন্দ ও শহিদুল্লাহ বলেন,  আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। ভোটে যে-ই বিজয়ী হই আমাদের কোনো অভিযোগ নেই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ইউনিয়নের জেলিয়াখালী
সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই দুই প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *