Spread the love

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৮নং কেরেলকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক তিন বারের ইউপি চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের ছেলে মঞ্জুরুল ইসলাম সোহাগ মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন।

শনিবার ( ২৩ অক্টোবর) বিকালে উপজেলার কেরেলকাতা ইউনিয়নে এ মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি।

বিকাল সাড়ে চারটার সময় ইউনিয়নের সিংগা বাজার থেকে প্রায় পাঁচশত মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রাটি শুরু করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং স্থানীয় সর্বস্তরের জনগণসহ প্রায় দেড় হাজার লোক অংশ নেয়।

শোভাযাত্রাটি ইউনিয়নের সিংগা বাজার থেকে শুরু করে কোমরপুর, সাতপোতা, বলিয়ানপুর, কাউরিয়া, নাকিলা, দরবাসা, বহুড়া, কাজিরহাট মোড় হয়ে ঠাকুরবাড়ি, রতনপুর, ভিখালী, চারাবটতলা, কোটার বাজার , ইলিশপুর , বোলতলাসহ পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে বিভিন্ন বাজারে এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রীলীগের সহ-সভাপতি মঞ্জরুল ইসলাম সোহাগ ।

শোভাযাত্রায় মঞ্জরুল ইসলাম সোহাগ বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবি করেছি। বাবা’র হাত ধরে মুজিব আদর্শের রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপজেলা ছাত্রীলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন, মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করে এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি এলাকাবাসীর ভালোবাসায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় আওয়ামী লীগের মনোনয়ন নৌকা পেলে নির্বাচনে অংশ নিতে চাই। এলাকার উন্নয়ন কল্যাণে বাবা’র রেখে যাওয়া অসম্পূর্ণ কাজকে বাস্তবায়ন করতে চাই এজন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি৷

মঞ্জরুল ইসলাম সোহাগ দাবি করে বলেন, ‘দল থেকে আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারব এমনটিই প্রত্যাশা।’

মঞ্জরুল ইসলাম সোহাগ কেরেলকাতা ইউনিয়নের সাবেক ৩ বারের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাকিলা গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল হামিদের ছোট ছেলে। আব্দুল হামিদের চার সন্তানের মধ্যে বড় ছেলে কলেজ শিক্ষক বড় মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, এক মেয়ে গৃহিণী হয়েও লেখাপড়া করছেন ও মঞ্জরুল ইসলাম সোহাগ নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি শেষ করে পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বউচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স শেষ করে তাঁর নিজ এলাকায় একজন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত৷

উপজেলা সুজনের সহ সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ বলেন, এলাকার উন্নয়ন ও তৃণমূল অসহায় মানুষের প্রাপ্য সরকারের দেওয়া অর্থের সঠিক বিলি বন্টন বঞ্চিত জনগণের অধিকার আদায় কেবল সম্ভব শিক্ষিত ও আদর্শ জনপ্রতিনিধিদের দ্বারা মঞ্জরুল ইসলাম সোহাগ এদিক থেকে যেমন শিক্ষিত তেমন ভালো সংগঠক তার বাবাও মুজিব আদর্শের সৈনিক তিন বারের নির্বাচিত সৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়ে গত বছর ৩০ জুন মৃত্যু বরন করলেও তার সুযোগ্য ছেলে নির্বাচনে অংশ নিয়েছে বাবা’র আদর্শ অক্ষুণ্ণ রেখে এলাকার মানুষের কল্যাণ উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশা করেন তিনি৷

উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে বাকি দুটি ইউনিয়ন কেরালকাতা ও কুশোডাঙ্গাতে ইসির দিন তারিখ নির্ধারণের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *