পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা ইউনিয়ের কুমিরা ইউনিয়নে পান চাষীদের নিয়ে চায়না এগ্রো কেয়ার সিস্টেম এর ‘কৃষক মিটিং’ করেছে টাটা ক্রপ কেয়ার কোম্পানি।
বুধবার বিকাল ৪টায় কুমিরার অভয়তলা গ্রাম সমিতির হলরুমে স্থানীয় ৫০ জন পানচাষীদের নিয়ে ওই মিটিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন টাটা ক্রপ কেয়ার কোম্পানির ডেভেলপমেন্ট অফিসার শহিদুল ইসলাম, কুমিরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু, এসপিও রেজওয়ান হোসেন, টিএফও মোজাহিদুল ইসলাম রনি, তন্ময় হালদার, রিপন হোসেন প্রমূখ।
কৃষকমিটিং এ ৫০ জন কৃষককে পানের মানোন্নয়ন, পানের পাতা ও শিকড় পঁচা রোগ হলে করনীয়, পানের পাতা ঝরাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।