Spread the love

নিজস্ব প্রতিনিধি: আজ ৮ ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন বাংলার লৌহমানবী, ত্যাগ ও প্রেরণার আলোক শিখা, বাঙালি জাতির জনক শেখ মুজিবর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব। শোকে সংগ্রামে টুঙ্গিপাড়ার শেখ মুজিবর রহমানের জাতিরজনক বঙ্গবন্ধু হয়ে ওঠা পর্যন্ত শুধু সহধর্মিণী হিসেবে নয় বরং সংগ্রামী পরামর্শদাতা বন্ধুর মত সবসময় পাশে থেকেছেন ও বঙ্গবন্ধুর সাথে একত্রে শহীদের মৃত্যুকে আলিঙ্গন করেছেন।

সেই মহীয়সীর জন্মদিবসকে স্মরণ করে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

পুস্পার্ঘ্য অর্পনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সহ-সভাপতি জাভেদ হোসেন টিপু, কাজী তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, রেজওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, বিকাশ চন্দ্র, প্রচার সম্পাদক জি এম আলমগীর হোসেন মিঠু, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, জনসংখ্যা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ ময়না, সদস্য পাপন, রনি মোল্লা, রিমু, সদর তাঁতী লীগের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান ময়না, পৌর তাঁতী লীগের সভাপতি রাশিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক রবি, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি জাহিদ হোসেন বাপ্পী ও মুজিব আদর্শের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।

By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *