Spread the love

নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৭টা হতে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ১ ঘন্টাব্যাপী ওই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য মুন্নি, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মিলন রায়, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হেসেন, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পি, রঞ্জিত ঘোষ, মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ-সম্পাদক বিকাশ দাস সাংবাদিক কর্ণ বিশ্বাস ক্রেডি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ যুবক। বহুমুখী প্রতিভার শেখ কামাল ক্রিড়া, সংস্কৃতি সব ক্ষেত্রেই অবদান রেখেছেন। নিজেও ক্রিকেট খেলতেন, সেতার বাজাতেন। বাংলাদেশের ক্রিড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন শেখ কামাল। বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের মননে সব সময় বাংলা ও বাঙালি ছিলো বলেও মন্তব্য করেন বক্তারা

সমগ্র প্রার্থনা সভাটি পরিচালনা করেন মায়ের বাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ।





By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *