Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২২ জুন) সাতক্ষীরা সাংবাদিক ঐক্য কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, ইনডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমান, সাতক্ষীরা ভিশনের প্লানিং এডিটর জুবায়ের মোস্তাফিজ, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মারুফ আহমেদ খান শামিম, কোষাধ্যক্ষ রিজাউল ইসলাম বাবলু প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি সংঞ্চালনা করেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রেণী বিভক্ত সমাজে নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি মানুষের সামনে তুলে ধরেন সংবাদকর্মীরা। সেই সংবাদ কর্মীরা প্রতিনিয়ত রাজনৈতিক নেতা, চোরাকারবারী ও সরকারী আমলাদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি নানাভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন দ্বারা হয়রানী হচ্ছেন। অনতিবিলম্বে নির্যাতিত ওই সকল সংবাদকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবী জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *