Spread the love

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার দুপুরে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদ-নদীতে জোয়ারের পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রবল জোয়ারের তোড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া ও শুভদ্রকাটি এবং শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকায় বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে।

ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় জেলায় ৩টি উপজেলায় কাজ করছেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদারের নেতৃত্বে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ রাসিফ, সাইমুন সাকিব, জুবায়ের, ফাহিম, ইব্রাহিম খলিল, খালিদ, রোহান, আসিব, সিমান্ত, মুসফিক, সেলিম হোসেন, রোকনুজ্জামান, এনামুল, মোস্তাফিজ, হৃদয় মন্ডল, তহিদুর হৃদয় প্রমুখ।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদার দূর্যোগ প্রশমনে সকলের সহযোগিতা কামনা করে বলেন এই দূর্যোগ কালিন সময়ে সেচ্ছাসেবকরা প্রশাসনের সহযোগিতা পায় তাহলে আরো ভালো ভাবে কাজ করতে পারবে।

স্থানীয় গ্রামবাসীর সাথে আমরাও চেষ্টা করেও এসব বাঁধ রক্ষা করতে পারেনি। কারণ উপকূলীয় এলাকার নদীতে জোয়ারের পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল।

By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *