নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরে প্রবেশমুখে মরিচ্চাপ নদীর উপরের বেইলি ব্রিজটি ইটবোঝাই ট্রাকের চাপে ভেঙে পড়েছে।
সোমবার (২৪ মে) সকাল ৯টার দিকে ব্রিজটি ভেঙে পড়লে আশাশুনি সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি ইটবোঝাই ট্রাক পার হওয়ার সময় মাঝপথে ব্রিজের লোহার পাটাতন ভেঙে ট্রাকটি ঝুলে পড়ে।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন আহম্মেদ বলেন, ব্রিজটির দুই পাশে নির্দেশনা দেওয়া হয়েছে ১০ টনের বেশি মালামাল নিয়ে যানবাহন ব্রিজের উপর দিয়ে যাওয়া যাবে না। ৩০ টন ওজনের ভারী ট্রাক ব্রিজ পার হওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ট্রাক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া সংশ্লিষ্টদের ব্রিজটি দ্রুত মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের কাজ শুরু করা হবে।