এসভি ডেস্ক: করোনা থেকে মুক্তি পেতে কেরোসিন খেয়ে প্রাণ গেল যুবকের। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এ ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম মহেন্দ্র (৩০)। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। খবর আনন্দবাজার।
খবরে বলা হয়, বেশ কয়েকদিন ধরে জ্বর জ্বর অনুভব করছিলেন মহেন্দ্র। চারিদিকের করোনা পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবে ধরেই নিয়েছিলেন যে তার করোনা হয়েছে। এক বন্ধুকে তার শঙ্কার কথা জানান। পরে তার বন্ধু করোনা থেকে মুক্তি পাবার জন্য কেরোসিন খাবার পরামর্শ দেন।
বাড়িতে ফিরে সেদিন মহেন্দ্র সত্যি সত্যিই কেরোসিন খান। কেরোসিন খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়ির সবাই তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আরেক হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। কিন্তু প্রাণে বাঁচেননি মহেন্দ্র। হাসপাতালেই মারা যান তিনি।
অতিরিক্ত কেরোসিন খাওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। মৃত্যুর পর তার করোনা পরীক্ষাও করানো হয়। কিন্তু টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।