Spread the love

এসভি ডেস্ক: ঋণগ্রস্ত হয়ে হতাশায় ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মোশাররফ হোসেন। মঙ্গলবার (১১ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন (৪৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আবদুল্লাহ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের কাজ করতেন। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার ফজরের নামাজের পরে বাড়ি থেকে বেরিয়ে পড়েন শেখ মোশাররফ হোসেন। সকাল সাড়ে ৬টার দিকে কালিগঞ্জ ডিগ্রি কলেজের পাশে তিন রাস্তার মোড়ে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে প্রথমবার আত্মহত্যার চেষ্টা করেন। সে সময় চালকের সতর্কতায় প্রাণে বেঁচে যান তিনি।

পরবর্তীতে তারালী মোড়ে এসে মাগুরা থেকে ধানকাটা শ্রমিক বহনকারী শ্যামনগর উপজেলাগামী আরেকটি ট্রাকের নিচে ঝাঁপ দেন। ট্রাকের ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাকিবুল ইসলাম বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে মুহুরির কাজ করতেন। বর্তমানে নানা মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশায় ভুগছিলেন মোশাররফ হোসেন। সে কারণে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *