Spread the love

মুন্না, কলারোয়া: কলারোয়ায় পুলিশের অভিযানে ৩২ মণ অপরিপক্ক হিম সাগর আম জব্দ করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতে আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের পরিচালনায় পৌরসদরের যুগিবাড়ি মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিকুল ইসলাম, পুলিশের এসআই কামালসহ সঙ্গীয় ফোর্স ও বেঞ্চ সরকারী আব্দুল মান্নান প্রমুখ।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণের সরকারি নিয়মনীতি উপেক্ষা করা যাবে না।

সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আগামী ২১মে থেকে হিমসাগর, ২৭মে ল্যাংড়া আম সংগ্রহ করতে হবে। জব্দকৃত অপরিপক্ক আম খুচরা বাজারে কাঁচা আম হিসেবে ৪৪ হাজার ২০ টাকায় বিক্রয় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *