Spread the love

শ্যামনগর প্রতিনিধি: বিষ দিয়ে সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ।

সোমবার(৩ মে) সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তেরকাঠি খাল এলাকায় মাছ ধরার সময় বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও নৌকাসহ তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার পাড়া এলাকার রাশেদুলের ছেলে ইসমাইল (২৫) ও ইসরাফিল (২২) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের হাকিম গাজীর ছেলে হোসাইন আহমেদ(২৪)।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এস ও) সুলতান আহমেদ বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে তেরকাঠি এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ওই ৩ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিষ দিয়ে শিকার করা ১৮-২০ কেজি চিংড়ি, সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ‌ও একটি বিষের বোতল, জালসহ নৌকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন‌াঞ্চলের জলাভূমিতে কীটনাশক প্রয়োগের অভিযোগে ৫৭/বিজি ২০২০-২১ মূলে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *