Spread the love

গত ২৩ এপ্রিল ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোটাল ‘ঢাকা পোস্ট’ “টাকা আর মধু না দিলে পাস পান না মৌয়ালরা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

ওই সংবাদে বক্তব্য প্রদানকারী মোওয়াল মিজানুর, শমশের গাজী, আসাদুলের নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদেও সত্য নয়। এছাড়া মিজানুর, শমশের গাজী, আসাদুলের নামে মধু আহরণের পারমিট নাই এবং সুন্দরবনের আয়ের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এছাড়া শহিদুল ও মাহবুবের নামে কোন বিএলসি নেই এবং স্টেশনে ৪ টি ড্রামে মধু রাখার বিষয়টি ছিল পানির ড্রাম। পানির ড্রামগুলো আজও অফিস কক্ষে বিদ্যামান।একটি মহল সাংবাদিককে ভুল বুঝিয়ে এহেন সংবাদ প্রকাশ করিয়েছে। ওই সংবাদের কারণে আমারসহ বনবিভাগের সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
সুলতান আহমেদ
স্টেশন কর্মকর্তা, বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্টেশন, শ্যামনগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *