Spread the love

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হোগলাডোরা খাল হতে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে তার সঙ্গীরা।

নিহত মৌয়াল হাবিবুর রহমান(৩০) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে।

মুন্সিগঞ্জ ইউপি চেয়ারময়ান আবুল কাশেম মোড়ল বলেন, বাপ, ২ ভাই ও ভগ্নিপতিসহ ৫ জন সুন্দরবনে মধু আহরণ করতে যায়। একটি মৌচাক হতে মধু আহরণ করার সময় হঠাৎ ঝোঁপ হতে বাঘ বের হয়ে হাবিবুর রহমানের উপর আক্রমণ করেন। তখন তার সাথে থাকা ব্যক্তিরা লাঠি নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে হাবিবুর রহমানকে উদ্ধার করে। তবে তাকে সর্বশেষ প্রাণে রক্ষা করতে পারিনি।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এমএ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার মধু কাটার পাস নিয়ে হাবিবুর রহমানসহ কয়েকজন সুন্দরবনে প্রবেশ করেন। বুধবার সকালে রায়মঙ্গল নদীর হোগলাডোরা খালের পাশে মধু কাটার সময় হাবিবুরকে বাঘে ধরে নিয়ে যায় বলে তার সঙ্গীরা জানিয়েছেন। তার সঙ্গীরা বনের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে বলে জেনেছি। লাশ দাফন সম্পন্ন করছে তার পরিবার। কোথা থেকে তাকে ধরে নিয়ে গেছে এবং কি ঘটেছিল সেটি আমরা পরে অনুসন্ধান করবো।

শ্যামনগর থানার ডিউটি অফিসার এএস আই জসীম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গেছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *