Spread the love

নিজস্ব প্রতিনিধি: প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড আশাশুনি সদর ইউনিয়নের দয়ারঘাট বেড়িবাঁধ নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে।

ভিডিও কলে বাঁধ নির্মাণ কাজ দেখলেন ও পাউবো আশাশুনি এসডিইও, ঠিকাদার এর সাথে বাঁধ-এর নির্মাণ কাজের অগ্রগতি জানলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অসিম বরুন চক্রবর্তী, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মুরশিদ আলম, রাজু, আবুল কাশেম খোকা, রফি, ইউছুপ,সাজ্জাদ হোসেন, প্রভাষক সবুজ, শাহেদ,মনজেদ,উজ্জ্বল,নয়ন, শাহেদ হোসেন,মনু,আছাফুর,আরাফাত,আলম,আক্তারুল,সন্দীপ,পালাশ,তারিকুল,আহসান হাবিব,আক্তার বাবু,মেছের,রামপ্রসাদ, রাজু,আসমাতুল্লা,দিপঙ্কর, নিমোহন, প্রবীণ প্রমূখ।

এসময় কাজের অগ্রগতি মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে রুহুল হক এমপি কাজের সন্তুষ্টি প্রকাশ করেন। একইসাথে দ্রুততার সাথে যাতে কাজ শেষ হয় তারজন্য পরামর্শ প্রদান করেন।

By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *