Spread the love

শ্যামনগর প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। এসময় মৃতের বাড়ীর উঠানে টানানো হয়েছে লাল পতাকা।

মঙ্গলবার(৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারীর নির্দেশে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মোল্লার ছেলে মৃত মুজিবুর রহমান( ৫৮) এর বাড়ি লকডাউন করা হয়।

মৃত মুজিবুর রহমান চাকুরীরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাত ১০ টায় তার দাফন সম্পন্ন হয়।

এসময় লকডাউন দিতে সহযোগিতা করেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী ইমরান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর জিএম আব্দুর রউফ, সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ প্রমূখ।

শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ সাতক্ষীরা ভিশনকে বলেন, গত বছর করোনার সময় করোনা মোকাবেলায় আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। সেকারণে করোনায় মারা যাওয়ার সাথে সাথে এ বছর উপজেলা নির্বাহী অফিসার আমাদের লকডাউন করার নিড়দেশ দিলে আমরা সিডিও টিমের তরুণ সদস্যরা ও স্থানীয় মেম্বর মৃতের বাড়িতে যেয়ে লকডাউন করে আসি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গীফারী সাতক্ষীরা ভিশনকে বলেন, আগামী ১৪ দিন বাড়ীর সদস্যরা লকডাউনে থাকবেন। ওই বাড়ির সদস্যদের যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন পরিবারের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *