এসভি ডেস্ক: সিনিয়র সচিব হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান শেখ ইউসুফ হারুন।
রোববার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারীকৃত ওই আদেশ দেওয়া হয়।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিবের পদ থেকে বদলি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছিল। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গোপালগঞ্জ ও ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ সাড়ে পাঁচ বছর, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে তিন বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেখ ইউসুফ হারুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর গ্রামে ১৯৬২ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের অষ্টম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালে সহকারী কমিশনার হিসেবে সুনামগঞ্জ কালেক্টরেটে যোগদান করেন।
লিগ্যাল এডভাইজার: এড. ইয়ারুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : জাহিদ হোসাইন
নির্বাহী সম্পাদক : আবু রায়হান
ঠিকানা : সিটি কলেজ মোড়, সাতক্ষীরা
মোবাইলঃ ০১৭৩৫-২৮৪৯৭৪
ইমেইল : news.satkhiravision@gmail.com
© 2021 SATKHIRA VISION - Developed by REFLECT IT SOLUTION.