April 11, 2021, 1:05 am
এসভি ডেস্ক: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি মারা যান। মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) গণসংযোগ শাখা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, গেল ২৮ এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকায় যান আতাউর। পরদিন করোনার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন।
বৃহস্পতিবার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভেন্টিলেটর না পাওয়ায় আতাউরকে দ্রুত শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আতাউর রহমানের বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
এখন পর্যন্ত নির্বাচন কমিশনের শতাধিক কর্মকর্তা প্রাণঘাতি এ করোনায় আক্রান্ত হয়েছেন।
All rights reserved © Satkhira Vision