মুন্না, কলারোয়া: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা প্রতিপালন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কলারোয়া উপজেলা প্রশাসন।
বৃহষ্পতিবার (১ এপ্রিল) উপজেলা সদরের বিভিন্ন স্থানে ও গণপরিবহনে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
ইউএনও জানান, ‘কলারোয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রীবহন করার কারণে দুটি গণপরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরার কারণে কয়েকজনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়।’
তিনি আরো বলেন, ‘জরুরী প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার
করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখতে
সহযোগিতা করুন। মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।’