আব্দুর রহমান: সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতী নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার(২৮ মার্চ) বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদরের হাড়দ্দহ সীমান্তবতী ১নং মেইল পিলারের দক্ষিণে ইছামতী নদীর ভাঙা নামক স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।।
ভোমরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বর আব্দুল গণি বলেন, নদীতে মাছ ধরতে যেয়ে কয়েকজন জেলে এক যুবকের মরদেহ ভাসতে দেখে আমাকে খবর দিলে আমি বিষয়টি সদর থানাকে জানায়। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মৃতের গলায় একটি রুমাল পেঁচানো ছিল। তার ডান হাতে একটি বালা ও বাম হাতে একটি ঘড়ি রয়েছে। গায়ে সাদা রঙ এর গেঞ্জি ও জিনস এর প্যান্ট পরা ছিল। আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবককে কয়েকদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।